English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১১:০৭

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন হবে খুব শিগগিরই

অনলাইন ডেস্ক
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন হবে খুব শিগগিরই

তথ্যমন্ত্রী হাসানুল ইনু জানিয়েছেন অনলাইন নীতিমালার আলোকে খুব শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন, ইতিমধ্যে ১ হাজার ৭শত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য তথ্য অধিদফতরে আবেদন করেছে। যারা সব কাগজপত্র ইতোমধ্যে জমা দিয়েছে তাদের খুব শিগগিরই নিবন্ধন দেওয়া হবে। তিনি জানান, অনলাইন নীতিমালার আলোকেই নিউজ পোর্টালগুলোকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় আনা হচ্ছে। 

হাসানুল হক ইনু আরও বলেন, সম্প্রচার আইন ও অনলাইন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, কিছুদিনের মধ্যেই তা মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। ইতিমধ্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান সম্প্রচার আইন চূড়ান্ত করতে  প্রতিবেদন জমা দিয়েছেন।

সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের সহায়তার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রথমবারের মত ১৯৬ জন সংবাদকর্মীদের এক কোটি ৪০ লাখ টাকার সহায়তা ভাতা দেওয়া হবে। বুধবার প্রধানমন্ত্রী তাদের হাতে এই সহায়তাভাতা তুলে দেবেন। অসুস্থ, দুঃস্থ, অসহায় সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারদের এ ভাতা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদফতর, সংস্থার অবাকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত অথবা বাস্তবায়নাধীন কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রী।  এ সময় সংবাদ সম্মেলনে তথ্য সচিব মরতুজা আহমেদ এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।