English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১৩:৫৯

ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ ৫২

অনলাইন ডেস্ক
ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ ৫২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি সার কারখানার ট্যাংক ফেটে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ হয়েছে ৫২ জন। তবে অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব কমে এসেছে বলেও দাবি করেছে ফায়ার সার্ভিস।

সোমবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) সংলগ্ন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় ওই দুর্ঘটনা ঘটে।

এতে অসুস্থ হয়ে পড়া মোট ৫২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসতাপালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নয়জন চিকিৎসা নিয়ে চলে গেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদকে। কমিটির অপর দুই সদস্য হলেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ ও কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম।

জানা ডাঢ, ডিএপি সার কারখানাটি ড্যাপ নামে পরিচিত। যেখানে দুটি ইউনিট ড্যাপ-১ ও ড্যাপ-২ আছে। এই কারখানার পাশেই কাফকো ও সিইউএফএল সার কারখানা। নদীর অপর পাড়ে শাহ আমানত বিমানবন্দরসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

ফায়ার সার্ভিস ও কারখানার কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ড্যাপ-১ এর ৫০০ মেট্রিক টন এমোনিয়া গ্যাস ধারণ ক্ষমতার ট্যাংকটিতে ৩০০ মেট্রিক টনের মতো গ্যাস ভরার পর ওই দুর্ঘটনা ঘটে।

কারখানায় কাছাকাছি তিনটি ট্যাংকের একটিতে দুর্ঘটনা ঘটলেও বাকি দুটি ঠিক আছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন।