English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ২০:১১

উদ্বোধনের আগেই ধসে গেলে রাজাপুর ফায়ার ষ্টেশনের সীমানা

সুতীর্থ বড়াল
উদ্বোধনের আগেই ধসে গেলে রাজাপুর ফায়ার ষ্টেশনের সীমানা

রাজাপুরের ডিগ্রী কলেজ এলাকায় নব নির্মিত ফায়ার সার্ভিস ষ্টেশনের সীমানা প্রাচীর উদ্বোধনের আগেই ধসে পড়েছে। রোববার (২১ আগস্ট) বিকেলে উত্তর পাশের দেয়ালটি সম্পূর্ন ধসে পড়ে। এতে ভবনটির এক পাশের মাটি সরে যাওয়ায় ষ্টেশনের মূল ভবনটিও এখন ঝুঁকির মধ্যে রয়েছে।

গত কয়েক মাস আগে একই দেয়ালটি ধসে পড়ার পরে ঠিকাদার পুনরায় দেয়ালটি নির্মান করে। ঝালকাঠি গনপূর্ত বিভাগ জমি অধিগ্রহণ ও ভবন নির্মানে মোট দেড়কোটি টাকা ব্যয়ে এ ফায়ার সার্ভিস ষ্টেশনটি নির্মান করে। ফায়ার সার্ভিস ষ্টেশনটি উদ্বোধনের অপেক্ষায় ছিল।

তবে বারবার দেয়াল ধসে পড়ায় কাজের মান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় ফায়ার সার্ভিস ষ্টেশনটি উদ্বোধন করা ঠিক হবেনা বলে স্থানীয়রা মনে করছেন।

স্থানীয়রা আরো জানান, ফায়ার সার্ভিস ষ্টেশনটি নির্মান শুরুর পর থেকে বারবার দেয়াল ধসে পড়ার কারণে এখন মূল ভবনটিও ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। স্থানীয়রা আশংকা করছেন যেকোন সময় মূল ভবনও ক্ষতিগ্রস্থ হতে পারে।

গনপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী তোজাম্মেল হক জানান, ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানে সর্বমোট দেড়কোটি টাকা ব্যয় হয়েছে। তবে নির্মান কাজে কোন ত্রুটি ছিলনা বলে তিনি দাবী করেন।

তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও মালিকের নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করেন। এরপরে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।