English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১৮:০৮

পানির সঙ্কট, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
পানির সঙ্কট, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

বসুন্ধরা সিটি শপিং মলে পানির সংকট দেখা দেয়ায় আগুন নেভাতে পারছেনা ফায়ার সার্ভিস কর্মীরা। রোববার বেলা ১১টা ২৩ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় আড়াই ঘন্টা ধরে চেষ্টা চালায়। এক পর্যায়ে পানি শেষ হয়ে যায়।  

জানা যায়, আগুন লাগার পর ফায়ার সার্ভিস তাদের রিজার্ভের পানি দিয়ে নেভানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে সব পানি শেষ হয়ে যায়। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা পানি নিয়ে আসলে উদ্ধার কাজ অাবারো চালু করা হয়।

তবে গাড়িতে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা পানি নিয়ে আসলেও ফায়ার সার্ভিস গাড়ি থেকে পানি নিতে পারেনি। পরে বসুন্ধরা সিটির সামনে অবস্থিত ফোয়ারাতে পানি ঢেলে দিলে সেখান থেকে পাইপের মাধ্যেম পানি নিয়ে ফের অভিযান শুরু করা হয়।

এদিকে বিকেল সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে না অাসায় এখনো অভিযান অব্যাহত রেখেছেন তারা।