English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ০৮:৫৩

'২০১৮'র মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে'

অনলাইন ডেস্ক
'২০১৮'র মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কোন গ্রাম আর অন্ধকার থাকবে না। আজ শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার শতকুড়ি ও চকনারায়ণ গাড়ি গ্রাম বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১৭ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ১৭ কিলোমিটার লাইন নির্মাণ করে এদিন ওই ২টি গ্রামের ১৫০ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।   এ সময় তিনি আরও বলেন, সরকারের বিদ্যুতায়ন পরিকল্পনায় অদূর ভবিষ্যতে গ্রাহকদের আর বিদ্যুতের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে যেতে হবে না। সমিতিতে কর্মকর্তারাই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আগ্রহীদের বাড়িতে বাড়িতে যাবেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছে। এই লক্ষ্যে তথ্য প্রযুক্তি ছাড়াও সকল খাতের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে। পক্ষান্তরে বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে দেশের উন্নয়ন কাজকে ব্যাহত করতে চাইছে। জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনগণ দেশবিরোধী সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দেবে এবং সরকার তার উন্নয়ন লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে সক্ষম হবে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুকাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে শতকুড়ি মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম। পরে প্রতিমন্ত্রী পলক চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৪০ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় এই ভবন নির্মাণ করেছে।