English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৩:৪৩

‘পরীক্ষার ফলাফল উন্নত হচ্ছে’

অনলাইন ডেস্ক
‘পরীক্ষার ফলাফল উন্নত হচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষার ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে।

গণভবনে বৃহস্পতিবার (১৮ আগস্ট) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর তিনি এ কথা বলেন। এদিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং নির্দিষ্ট সময়ের দুই দিন পূর্বে ফলাফল দিতে সক্ষম হয়েছি । এ জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সবাই আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। যে কারণেই দিনের পর দিন পরীক্ষার ফল উন্নত হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, অভিভাবকবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব এলাকায় যারা শিক্ষার সাথে জড়িত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাইকে আমি অভিনন্দন জানাই।