English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৬ ১৬:৩৪

গুলশান হামলা: আরো ৮ সন্দেহভাজন চিহ্নিত

অনলাইন ডেস্ক
গুলশান হামলা: আরো ৮ সন্দেহভাজন চিহ্নিত

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে ৩ জনকে শনাক্তের পর পুলিশ এখন এই ঘটনায় জড়িত সন্দেহে আরো প্রায় ৮ জনকে চিহ্নিত করেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশ জানিয়েছে, গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে ৩ জন কাজ করেছেন। তারা হলেন- আইএসের কথিত বাংলাদেশ সমন্বয়ক তামিম চৌধুরী, সাবেক সেনা সদস্য সৈয়দ মো. জিয়াউল হক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র নুরুল ইসলাম মারজান।

গত জুলাই মাসের ১ তারিখ গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে হামলাকারী ৬ জঙ্গিও নিহত হয়।