English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ২৩:০৭

কাজে নয়, রাগে আছে বিএনপি নেতারা!

অনলাইন ডেস্ক
কাজে নয়, রাগে আছে বিএনপি নেতারা!

দীর্ঘদিন রাজনৈতিক মাঠে প্রায় অনুপস্থিত বিএনপি নেতারা। একটি গণতান্ত্রিক সুষ্ঠু রাজনৈতিক দল পরিচালনায় যা দরকার তা পরিপূর্ণভাবে করতে ব্যর্থ হয়েছে দলটির শীর্ষ নেতারা।

প্রায় একযুগ ধরে রাজনৈতিক মাঠে অনুপস্থিত বিএনপির অধিকাংশ নেতা।বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারকে রহমানের নামে বিভিন্ন মামলা, খালেদা জিয়াকে রাজধানীর মঈনুল রোডের বাড়ি থেকে সরিয়ে দেয়াসহ, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হলেও বিএনপির অন্য শীর্ষ নেতারা এর বিপরীতে কোন ধরনের জোড়ালো প্রতিবাদ করতে পারে নি।

তিন বার সরকার গঠন করা এ দলটির প্রধান দীর্ঘদিন রাজনীতি করে বিএনপি নেতাকর্মীসহ দেশের মানুষকে অনেক কিছুই দিয়েছেন। তবে আজ তিনি তার নেতাকর্মীদের কারণেই রয়েছেন দুরবস্থারমধ্যে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ডেকেছিলেন।তবে বিএনপির কিছু নেতার কথায় হয়তো খালেদা জিয়া নির্বাচনে যান নি। যার ফল সেই নেতারা পরে টের পেয়েছেন এবং এখন দলের সবাই এ কারণে ভূগছেন।

গত ১০ বছরে খালেদা জিয়া অনেক কিছুই হারিয়েছেন। আর তিনি ক্ষমতায় থাকা অবস্থার তার দলের অনেক নেতাকর্মীরাই অনেক কিছু নিয়েছেন। এক দিকে খালেদা জিয়া হারাচ্ছেন। অন্যদিকে দলের অধিকাংশ নেতা ক্ষমতায় থাকা অবস্থায় যা কামিয়েছেন সেই বিশাল সাম্রাজ্য সামলাচ্ছেন। দলের দিকে নজর নেই তাদের। নজর শুধু নিজের দিকে।

এইসব সুবিধাবাদী নেতাকর্মীদের জন্যই নানান কারণে বিএনপি নামক দলটির বদনাম হয়েছে। এদের বুদ্ধিতেই ধ্বংসাত্মক আন্দোলন করতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছে। এদের উদ্দেশ্য দেশ বা দেশের মানুষের উন্নয়ন নয়। এদের উদ্দেশ্য ক্ষমতায় গিয়ে তা উপভোগ করা এবং সম্পদের পাহাড় গড়া। এসব নেতাকর্মীরা এতোদিন দলের কোন খোঁজ খবর না নিলেও যখনই বিএনপি প্রধান কমিটি ঘোষণা করেছেন। তখনই তারা অনেকে রাগ করেছেন। এসব নেতাকর্মীরা কাজে কর্মে না থাকলেও রাগে আছে।