English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ০৭:২৬

লন্ডনে ফোন করে মুস্তাফিজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
লন্ডনে ফোন করে মুস্তাফিজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্রোপচারের আগে লন্ডনে চিকিৎসাধীন দেশের খ্যাতিমান ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের খোঁজ-খবর নিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় লন্ডনে চিকিৎসাধীন মোস্তাফিজুর রহমানকে ফোন করে এ খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, টেলিফোনে তিনি (প্রধানমন্ত্রী) এই তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ-খবর নেন এবং তাকে সাহস যোগান। প্রধানমন্ত্রী মোস্তাফিজকে বলেন, লন্ডনে অবস্থানরত বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপিকে তিনি তার চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীকে এই বাঁ-হাতি পেসারের জন্য বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানান। মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। তিনি ক্রিকেটপ্রেমী, ক্রীড়া ও ক্রীড়াবিদবান্ধব এই প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।