English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৪:২৫

‘রক্ত দানের চেয়ে বড় সেবা আর হয় না’

এমএজামান
‘রক্ত দানের চেয়ে বড় সেবা আর হয় না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন মানুষকে রক্ত দিলে একজন মানুষের জীবন বাঁচবে। রক্ত দানের মাধ্যমে মানুষের সেবা হবে। এর চেয়ে বড় সেবা আর হয়না।

বুধবার (আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, রক্তদান কর্মসূচিরমতো মহৎ উদ্যোগ আর হতে পারে না। একজন রক্ত দিলে একজন মানুষের জীবন বাঁচে। রক্ত দিলে শরীরের ক্ষতি হয় না। বরং ভালো হয়। রক্ত দিলে শরীরে নতুন রক্তকণিকা উৎপন্ন হয়। শরীর সুস্থ থাকে। দেশে ফেরার পর ১৫ আগস্ট রক্ত দিতাম। যত দিন বয়স ছিল, ততদিন রক্ত দিতাম। ৫৭ বছরের পর নাকি রক্ত দেওয়া যায় না। তাই রক্ত নেয় না। দেওয়ার যদি ক্ষমতা থাকতো, তবে এখনও আমি রক্ত দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের আগে তৎকালীন পূর্ববঙ্গে বাঙালির কোনো অধিকার ছিলো না। বঙ্গবন্ধু সবসময় বাঙালির অধিকার আদায়ের কথা বলেছেন। সে কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু নষ্ট করা হয়নি, আমাদের জাতি হিসেবে এগিয়ে চলার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে মন্ত্রী, উপদেষ্টাসহ বিভিন্ন পদে আসীন করা হয়েছিল। পুরো আদর্শ পরিবর্তন করা হয়েছিল। সঙ্গীনের খোঁচায় আমাদের সংবিধান ক্ষত-বিক্ষত করা হয়েছিল। তিনি বলেন, যারা স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধ চায়নি, যারা দালালি করেছে, সেসব আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের ষড়যন্ত্রের ফলে ৭৫’ এর ১৫ আগস্ট ঘটেছে। বঙ্গবন্ধুকে শুধু ক্ষমতার জন্য হত্যা করেছিল তা না, মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধ্বংস করার জন্য এ হত্যাকাণ্ড।