English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১৪:৪১

‘র‌্যাবের নিখোঁজ তালিকায় ৭০ ব্যক্তির নাম’

অনলাইন ডেস্ক
‘র‌্যাবের নিখোঁজ তালিকায় ৭০ ব্যক্তির নাম’

৭০ নিখোঁজ ব্যক্তিদের নাম প্রকাশ করে একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার (৮ আগস্ট) রাতে এই হালনাগাদ তালিকাটি প্রকাশ করা হয়।

৭০ নিখোঁজ ব্যক্তিদের নাম

র‍্যাবের কর্মকর্তারা বলেন, একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই তাদের এই হালনাগাদ তালিকা প্রকাশ। এর আগে ২০ জুলাই প্রথম দফায় ২৬১ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে র‍্যাব।

তবে এই নিখোঁজদের অর্ধেকের বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল বলে জানা যায়। এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে। এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

র‍্যাব জানান, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৬৮জনের নতুন তালিকা তৈরি করা হয়। এবার ৭০ জন নিখোঁজের এই তালিকাটি প্রকাশ করা হলো।

তবে কর্মকর্তারা জানান, নিখোঁজ এ ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোন ধরণের ইঙ্গিত তারা কখনোই করেননি, শুধু মাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেন।