English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১১:৪৮

৯ রাজাকারের রায় বুধবার

অনলাইন ডেস্ক
৯ রাজাকারের রায় বুধবার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যশোরের জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনসহ ৯ রাজাকারের বিরুদ্ধে মামলার রায় আগামি বুধবার।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ রায়ের দিন ধার্য করেন। এর আগে গত ১৪ জুলাই উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক গ্রহণ শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় সাখাওয়াত হোসেনসহ ৯ রাজাকারের বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের ৫ ধরনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ধর্ষণের একটি, অপহরণ করে হত্যার অভিযোগ দুটি, অপহরণ, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগের আরও দুটি অভিযোগ রয়েছে। ৯ আসামির মধ্যে সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেন বিশ্বাস কারাগারে রয়েছেন। এছাড়া ৬ আসামি  ইব্রাহিম হোসাইন, শেখ মজিবুর রহমান, এম এ আজিজ, আবদুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং আব্দুল খালেক পলাতক। এ মামলায় অভিযুক্ত আরেক আসামি লুৎফর মোড়ল কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৯ ফেব্রুয়ারি থেকে ট্রাইব্যুনালে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশন পক্ষে ১৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। অপরদিকে আসামীপক্ষে কোনও সাফাই সাক্ষী ছিল না।