English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৫:৩৭

‘শিক্ষার্থীদের বাড়ী ভাড়া দেয়া আমাদের দ্বায়িত্ব’

এমএজামান
‘শিক্ষার্থীদের বাড়ী ভাড়া দেয়া আমাদের দ্বায়িত্ব’

সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা ও গুলশানে হামলার প্রতিবাদে জানিয়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সভাপতি মো. ইনছান আলী বলেন, আমাদের লক্ষ্য মানুষ গড়া, মানুষ হত্যা নয়। আমাদের সন্তানেরা যাতে ভুল পথে পা না বাড়ায়, সেজন্য আমাদের দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাতে হবে।

রোববার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে দ্যঢাকাপোষ্ঠডটকমের কাছে বাসমাশিসের সভাপতি এসব কথা বলেন।

সভাপতি বলেন, যারা মগজ ধোলাই করে নৈতিকতাবিরোধী কাজ করতে শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। 

জঙ্গি হামলায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সভাপতি বলেন, আমরা আর প্রাণ হারাতে চাই না। শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

বাড়ী ভাড়া প্রসঙ্গে ইনছান আলী বলেন, এখন শিক্ষার্থীদের অকারনে উচ্ছেদ করছে বাড়ীওয়ালারা। আবার শিক্ষার্থীদের অনেকেই বাড়ী ভাড়া দেন না। এটা মোটেও ঠিক নয়।

শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থান থেকে পড়তে আসে। এরাই এক সময় দেশের হাল ধরবে। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত, এ কথা চিন্তা করে বাড়ীভাড়া দেয়া আমাদের নৈতিক দ্বায়িত্ব বলে অামি মনে করি।

বর্তমান দেশের অবস্থা স্বাভাবিক না। তাই বাড়ীভাড়া যাচাইবাছাই করে দেবার আহ্বান করেন তিনি।

মানববন্ধনে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের দশম শ্রেনী পড়ূয়া আশরাফুলসহ আরো কয়েকজন একসাথে বলেন, আমরা জঙ্গিবাদ চাই না। আমরা নিরাপদে স্কুল শেষে বাসায় ফিরতে চাই। সরকারই তার ব্যবস্থা করবে। কিভাবে করবে তা আমরা জানি না।

আমরা চাই না, পুলিশ অকারনে কাউকে ধরুক। আমরা চাই পুলিশ অনৈতিকভাবে না নেক পথচারীর হাতের সম্ভর।

তারা আরো বলেন, আমরা চাই সরকার আমাদের শ্রীঘই সুষ্ঠ ও স্বাভাবিক জীবনযাত্রা দিবে।

বর্তমান সময় ঘটনা ধরে তারা বলেন, আমাদের পিতামাতা আমরা বাইরে থাকালে তারা আতঙ্কে থাকে। আমরাও পিতামাতা বাইরে থাকলে আতঙ্কে থাকি। অনেকটা থমথমে পরিবেশে আমরা বসবাস করছি। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই বসবাসে জন্য বিশ্বের আদর্শ দেশ হবে বাংলাদেশ। 

এসময়ে বক্তরা বলেন, সম্প্রতি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশে একের পর এক হত্যা করে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। তাই জঙ্গিবাদী অপশক্তির মোকাবেলা করতে হবে আমাদের। সরকারকেও কঠোর হস্তে তা নিয়ন্ত্রন করতে হবে। 

এসময়ে বাসমাশিসের অন্যান্য নেতাসহ ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের শিক্ষার্খীরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।