English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১২:৫৯

শিমুলিয়া-কাওড়াকান্দিতে নৌ চলাচল ব্যাহত

অনলাইন ডেস্ক
শিমুলিয়া-কাওড়াকান্দিতে নৌ চলাচল ব্যাহত

পদ্মা নদীতে অস্বাভাবিক স্রোতের কারণে মাদারীপুরের শিবচর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

স্রোতের কারণে গত দুই সপ্তাহ ধরে ঘাট এলাকায় এ সমস্য দেখা দিয়েছে।

কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন জানান, পদ্মা নদীতে তীব্র  স্রোতে থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় নিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে রো রো  ফেরিগুলো চলাচল করছে।

১৭টি ফেরির মধ্যে ১১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া রাতে  স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ৮টি ফেরি চলাচল করে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাটের উভয় পাশে কয়েক’শ যানবাহন আটকা পড়ে আছে।