English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৫:৩২

‘রেইডে নিরীহ কাউকে হয়রানি করলেই ব্যবস্থা’

অনলাইন ডেস্ক
‘রেইডে নিরীহ কাউকে হয়রানি করলেই ব্যবস্থা’

ব্লক রেইডে কাউকে হয়রানি না করার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার (৬ আগস্ট) দুপুরে নিজ দপ্তরে ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ব্লক রেইডে নিরীহ কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, বাসাবাড়ি ও মেস ভাড়া দিতে কোনো আপত্তি নেই। তবে মেস বা বাসায় ওঠা বাসিন্দা ও শিক্ষার্থীদের পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।  তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ২০ লাখ ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে জমা পড়েছে। এগুলো যাচাইবাছাই করা হচ্ছ। এবং তথ্য যাচাইবাছাইয়ের পর ভাড়াটিয়াদের একটি নিদিষ্ট নম্বর দেওয়া হবে। এর মাধ্যমে তাদের অবস্থান জানা সম্ভব হবে।