English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৩:৫২

জঙ্গি সন্দেহে বিএনপির নেতার ছেলে আটক

অনলাইন ডেস্ক
জঙ্গি সন্দেহে বিএনপির নেতার ছেলে আটক

জেলার চরফ্যাশনে বিএনপি নেতার ছেলে ও ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সালেহ সাইফুল্লাহ নাইমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নাইম ওই ইউনিয়ন বিএনপি সভাপতি লোকমান হোসেনের ছেলে।

লালমোহন সার্কেলের এএসপি রফিকুল ইসলাম ও দক্ষিণ আইকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গি সন্দেহে ওই বিএনপি নেতার ছেলেকে আটক করা হয়েছে। জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।