English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১১:০৭

সম্পাদক কিরণের বিরুদ্ধে নড়াইলে মামলা

অনলাইন ডেস্ক
সম্পাদক কিরণের বিরুদ্ধে নড়াইলে মামলা

ফেসবুকের মাধ্যমে জাতীগত বিদ্বেষ সৃষ্টি, রাষ্ট্রীয় বিভেদ সৃষ্টি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, স্বাধীনতা বিরোধীদের উস্কানিসহ বিবিধ অভিযোগে দৈনিক নয়াদেশ পত্রিকা ও ডেইলি নিউজ বিডি ডট নেট এর সম্পাদক আলম কিরণের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নড়াইলের লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার( ২ আগষ্ট) রাতে দিঘলিয়া গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং- ০১,তারিখ- ০২/০৮/২০১৬। ধারা - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী) ২০১৩ এর  ৫৭(১) ও (২)।

মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, কুমিল্লা জেলার দৌলতপুর গ্রামের এম, এ সাত্তারের ছেলে  দেশ মিডিয়া কমিউনিকেশনের মালিক, দৈনিক নয়াদেশ পত্রিকা ও ডেইলি নিউজ বিডি ডট নেট এর সম্পাদক আলম কিরণ ফেসবুকে নিজ নামীয় আইডি ব্যবহার করে ১৯৭১ সালে রাজনৈতিক নির্দেশ ছাড়াই যুদ্ধ শুরু হয়েছিল, মেজর জিয়ার ঘোষণা পড়ার পর মানুষ বিশ্বাস করতে শুরু করলো, হ্যাঁ এইবার বাংলাদেশ একটা যুদ্ধে নামল, মুক্তিবাহিনীর উপ-প্রধান সেনাপতি এয়ার মার্শাল (অঃ) একে খন্দকার , মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া লও লও লাল ছালাম  ইত্যাদি লেখার মাধ্যমে  মহান স্বাধীনতা যুদ্ধ, জাতীয় পতাকা, হজ্ব, তাবলিক, রাসুলুল্লাহ(সাঃ), জাতীয় সংসদ সদস্য, আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী, আওয়ামীলীগ ও সরকারের বিরুদ্ধে  তথা দেশের দেশের স্বাধীনতাকে খর্ব করার অভিপ্রায়ে লিপ্ত হয়েছেন।

তাই আলম কিরণ ফেসবুকসহ তার সম্পাদনায় প্রকাশিত বিভিন্ন মাধ্যমে  ওই সব তথ্য তুলে ধরেছেন। যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় শাস্তিযোগ্য। মামলার তদন্তকারী অফিসার লোহাগড়া থানার এসআই  মো. নজরুল ইসলাম  এ বিষয়ে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামী আটকের চেষ্টা করা হচ্ছে।