English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৪:২৫

হাসনাত-তাহিমদকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
হাসনাত-তাহিমদকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর সেখান থেকে মুক্তি পাওয়া হাসনাত করিম এবং তাহিমদ খানকে গেপ্তার করেছে পুলিশ। তাদের দুইজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

পয়লা জুলাই ওই রেস্তোরায় হামলার পর ভোরে বাইরে বেরিয়ে আসেন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খান।

ঘটনার পর থেকে তারা কোথায় আছেন সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ কিংবা তাদের পরিবার।

হাসনাত করিম পুলিশের হেফাজতে আছেন বলে তার পরিবার দাবি করলেও পুলিশ তাকে আগেই ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের একজন মুখপাত্র মাসুদুর রহমান বলেছেন, বুধবার (৩ আগস্ট) রাতে গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে হাসনাত করিমকে গেপ্তার করা হয়েছে। আর তাহমিদ খানতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক থেকে গেপ্তার করা হয়।