English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১২:১৬

জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ হজের প্রথম ফ্লাইট

অনলাইন ডেস্ক
জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ হজের প্রথম ফ্লাইট

হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮.০৫ টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। প্রথম হজফ্লাইটে জেদ্দার উদ্দেশে যাত্রা করেন ৪০১ জন হজযাত্রী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের বিদায় জানান।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার মোট ১ হাজার ৬৭৬ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করবেন। সকালের ফ্লাইট ছাড়াও আরো তিনটি ফ্লাইটে এসব যাত্রী যাত্রা করবেন। এছাড়া দুপুর ২.৩৫ টায় মিনিটে ছেড়ে যাবে হজ ফ্লাইট বিজি-৩০১১। এরপর বিকেল ৫টায় বিজি-৫০১১ এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১.৫৯ টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার জন হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে জেদ্দা যাবেন। এসব হজযাত্রীকে ঢাকা-জেদ্দা-ঢাকায় নেওয়া ও আনার জন্য সুপরিসর বোয়িং-৭৭৭ উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী পবিত্র ভূমিতে যাবেন।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ৫ হাজার ২০০ জন। অবশিষ্ট ৯৯ হাজার ৫৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যাবেন মোট ৫১ হাজার হজযাত্রী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০। আর ৪৫ হাজার ৮০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

এবার ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রীদের ইকনোমি ক্লাসে বিমান ভাড়া ১ হাজার ৪৭৫ মার্কিন ডলার এবং বিজনেস ক্লাসে বিমান ভাড়া ২ হাজার ৪৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা।

দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮১টি ফ্লাইট পরিচালনা করা হবে, এর মধ্যে ২২০টি ডেডিকেটেড ফ্লাইট ও ৬১টি শিডিউল ফ্লাইট। ৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত হজের আগে (প্রি-হজ) মোট ১৪৪টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১১২ ও শিডিউল-৩২)। হজের পরে (পোস্ট-হজে) ১৩৭টি ফ্লাইট চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত (ডেডিকেটেড-১০৮ ও শিডিউল-২৯)। হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।

প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক দুটি ব্যাগে ৪৬ কেজি মালামাল নিতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক দুটি ব্যাগে ৫৬ কেজি এবং কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন। কোনো অবস্থাতেই প্রতিটি ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না। প্রত্যেক হজযাত্রীর জন্য পাঁচ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে এবং হাজীরা ঢাকায় ফেরৎ আসার পর তাদের তা দেওয়া হবে।

হজফ্লাইট শেষ হবে আগামী ৫ সেপ্টেম্বর। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস যৌথভাবে হজযাত্রী পরিবহন করবে।