English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১১:৩১

ত্রাণ না পাওয়ার অভিযোগ ভিত্তিহীন : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
ত্রাণ না পাওয়ার অভিযোগ ভিত্তিহীন : ত্রাণমন্ত্রী

বন্যার্তদের ত্রাণ না পাওয়া সংক্রান্ত বিএনপির চেয়ারপারসনের অভিযোগ নাকচ করে দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, "বন্যাদুর্গত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের কোনো অভাব নেই।" মন্ত্রী বলেন, "সব ক্ষতিগ্রস্তরা রিলিফ চায় না। যাদের রিলিফ প্রয়োজন, তাদের আমরা দেব। অন্যদের কৃষিঋণসহ অন্য পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।" আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ত্রাণমন্ত্রী বলেন, "বন্যার পানি নেমে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত চূড়ান্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া  হবে। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়িঘর পুনর্নিমাণ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণসহ অন্যান্য সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।"   মন্ত্রী আরো বলেন, "মধ্য আগস্টে আরো একটি বড় বন্যার পূর্বাভাস রয়েছে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের খাদ্যের কোনো অভাব নেই। পর্যাপ্ত চাল ও টাকা রয়েছে। আমরা সেটা দিয়েই বন্যা মোকাবিলা করতে পারব।" পরে মন্ত্রী রৌমারী উপজেলার বলদমারা ঘাটে ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেন। - See more at: http://www.kalerkantho.com/online/country-news/2016/08/03/388991#sthash.pBzZEATE.dpuf