English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৪:১৯

জিয়াউল-তামিমকে ধরিয়ে দিলেই ২০ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
জিয়াউল-তামিমকে ধরিয়ে দিলেই ২০ লাখ টাকা পুরস্কার

সাম্প্রতিক সব জঙ্গি হামলার মূল হোতা মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হক ও তামিম চৌধুরী। তাদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার (২ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক বলেন, সৈয়দ মো. জিয়াউল হক ও তামিম চৌধুরী গুলশান, শোলাকিয়াসহ সাম্প্রতিক সব জঙ্গি হামলার ‘মাস্টারমাইন্ড’। আগের বিভিন্ন মামলাতেও তারা আসামি ছিল। এদের তথ্য দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার দেব আমরা। যারা তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে। তিনি বলেন, তামিম চৌধুরী নিউ জেএমবি’র নেতা। সে গুলশান হামলার আগে দেশেই ছিল। ধারণা করা হচ্ছে, হামলার পরে সে বিদেশে চলে যেতে পারে, যেহেতু জেএমবির অর্থায়ন বিদেশ থেকেই হয়। জিয়া আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) সমন্বয়কের কাজ করেছে। জিয়াও দেশের বাইরে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হক ২০১১ সালের ডিসেম্বরে সেনা অভ্যুত্থানে প্ররোচনা চালিয়ে ব্যর্থ হন। এরপর থেকে পলাতক। তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। ইসলামিক স্টেট (আইএস) কানডীয় পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক তামিম চৌধুরীকেই বাংলাদেশে আইএস-এর প্রধান বলে দাবি করেছে।