English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৬:১৪

হাজাছড়া ঝর্ণাধারায় হাজারো পর্যটক

আল-মামুন
হাজাছড়া ঝর্ণাধারায় হাজারো পর্যটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সবার কাছে চেনা। তবে তার খুব কাছেই সম্ভাবনাময়ী মায়াবী হাজাছড়া ঝর্ণা। দীঘিনালা থেকে বাঘাইহাট সড়কের মাত্র ১০ কিলোমিটার দুরে যার অবস্থান। যে ঝর্ণা ধারার ঝীরি ঝীরি শব্দ, কাছে টানে পর্যটকদের।

তেমন একটা পরিচিত না হলেও অপার সম্ভাবনাময়ী এ ঝর্ণাধারার অপরূপ দৃশ্য দেখতে ছুটে আসে হাজারো পর্যটক। মায়াবি এ স্পর্ট যেন দুর থেকে কাছে নিয়ে যায় প্রকৃতি প্রেমিদের।

বাঘাইহাট সড়কের জোড়াব্রীজ এলাকার এ হাজাছড়া ঝর্ণার তেমন প্রচার-প্রসার না থাকলেও অজানা এ হৃদয় ছোয়া স্থানটি মনের চোখ দিয়ে খুজে নেই দুর-দুরান্তের পর্যটকরা।

কেউ বা শুনে, আবার কেউ সহপার্টিদের কথার জালে ফেঁসে গিয়ে বেড়াতে যান এ ঝর্ণাধারায়। তবে ভুলার মত নয় ঝর্ণায় বেড়ানোর স্মৃতি। তবে পর্যটকদের যাতায়াতের সুভির্ধাত্বে সুনিদিষ্ট ভাড়া নির্ধারণ ও থাকার ব্যবস্থা থাকলে বাড়তো পর্যটক প্রেমিদের আনা-গোনা।

এছাড়াও পর্যটন স্পর্টগুলোতে পরিচিতি মুলক ব্যানার বা সাইনবোর্ড নজর কাটতো প্রকৃতি প্রেমিদের।