English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৮:৩১

বাংলাদেশীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা ফরম পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
বাংলাদেশীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা ফরম পাবেন যেভাবে

বাংলাদেশীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ার নতুন অনলাইন ফরম চালু করেছে যুক্তরাজ্য। ‘ইউকে অ্যাকসেস’ নামের এ ফরমের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ হবে বলে জানিয়েছে বৃটিশ হাইকমিশন। বৃহস্পতিবার ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশী ভিসা প্রার্থীরা যুক্তরাজ্য সফরে যেতে এখন নতুন অনলাইন ফরমে আরো সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাকসেস ইউকে’ নামের এই নতুন ভিসা ফরমের মাধ্যমে গ্রাহকরা বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। মোবাইল ফোনবান্ধব করে তৈরি ছোট ফর্মটিতে যৌক্তিকভাবে সাজানো কিছু প্রশ্ন থাকবে। পাশাপাশি সব ধরনের তথ্য সমৃদ্ধ শেনজেন ভিসা ফরম ডাউনলোডের সুযোগ থাকবে। এছাড়া গ্রাহকরা যাতে আরো সহজে ভিসা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারে সে জন্য ফরমটি স্থানীয় অনেক ভাষাতে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।   দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশনের আঞ্চলিক পরিচালক নিক ক্রউচ বিজ্ঞপ্তিতে বলেন, “গ্রাহকদের জন্য ভিসা প্রক্রিয়া উন্নত করতে এবং গ্রাহকরা যাতে আরো দ্রুত ও সহজে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে পারে তা নিশ্চিত করতে যুক্তরাজ্য বদ্ধপরিকর।” তিনি বলেন, “অ্যাকসেস ইউকে নামের নতুন এই ফরম ২০১৪ সালে চীনে সফলভাবে চালু করার পর গ্রাহকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া যায়। এতে আরো কিছু বিষয় সংযোজনের পর এখন আমরা বিশ্বব্যাপী এটি চালু করছি।” বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, “যুক্তরাজ্য ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত এবং আমরা বৈধ ভ্রমণকারীদের যুক্তরাজ্য সফরের জন্য উৎসাহিত করছি। আমি আশা করি, বাংলাদেশি ভিাসা আবেদনকারী অ্যাকসেস ইউকে ফরম ব্যবহার করে আরও দ্রুততার সঙ্গে এবং সহজে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে পারবেন।” অ্যাকসেস ইউকে ফরম www.gov.uk/apply-uk-visa এই ঠিকানায় পাওয়া যাবে।