English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৬:৩৯

আরএসও নেতার সঙ্গে বৈঠকে বদির সম্পৃক্ততা নেই: বিজিবি

অনলাইন ডেস্ক
আরএসও নেতার সঙ্গে বৈঠকে বদির সম্পৃক্ততা নেই: বিজিবি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও'র সাবেক কমান্ডর হাফেজ সালাউল ইসলামের সঙ্গে গোপন বৈঠকে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির উপস্থিতি থাকার বিষয়টি নাকোচ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   আজ রোববার সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, টেকনাফে সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী ও আরএসও নেতা হাফেজ সালাউল ইসলামসহ চারজনকে বিজিবি আটক করলেও ওই ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি বৈঠকে ওই সংসদ সদস্য উপস্থিত ছিলেন না।   তিনি দাবি করেন, ওই সংসদ সদস্যকে জড়িয়ে একটি স্বার্থন্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।     উল্লেখ্য, শনিবার টেকনাফের বাজহারছড়া ইউনিয়নের শ্যমালাপুরের এক বাড়ি থেকে আরএসও'র সাবেক কমান্ডার হাফেজ সালাউল ইসলাম, বাড়ির মালিক মাওলানা সৈয়দ করিম, সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী ও ঢাকার বাসিন্দা মৌলভী মো. ইব্রাহীমকে আটক করে বিজিবি।