English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৭:২০

বাঁধ ধসে গাইবান্ধার বন্যা ভয়াবহ

নুরে শাহী আলম
বাঁধ ধসে গাইবান্ধার বন্যা ভয়াবহ

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সিংরিয়ার বাজার এলাকার ওয়াফদা বাঁধের ২০০ মিটার এলাকা ধসে গেছে। ফলে পানি প্রবাহিত হচ্ছে গাইবান্ধা শহরের দিকে।

শুক্রবার (২৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে সাঘাটা উপজেলার উল্যা বাজার এলাকায় গাইবান্ধা সাঘাটা সড়কের পাশ দিয়ে নির্মিত ওয়াফদা বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়।

এ কারণে সাঘাটা-গাইবান্ধা সড়কের প্রায় শতাধিত স্থানে ফাটল ধরেছে।

এতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে সাঘাটা-ফুলছড়ি-গাইবান্ধা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।