English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ২০:১৪

‘নিখোঁজ সবাই জঙ্গি নন’

অনলাইন ডেস্ক
‘নিখোঁজ সবাই জঙ্গি নন’
র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, নিখোঁজ তালিকায় যাদের নাম রয়েছে, তারা সবাই জঙ্গি নন। বিভিন্ন ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের নাম তালিকায় রয়েছে।
 
সম্প্রতি গুলশান ও শোলাকিয়ার হামলায় জড়িত জঙ্গিরা দীর্ঘদিন নিখোঁজ ছিল—এমন তথ্য বেরিয়ে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে নিখোঁজদের তালিকা তৈরি শুরু হয়।
 
প্রথম দফায় গত ২০ জুলাই র‌্যাব নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশের পর গণমাধ্যমের অনুসন্ধানে অনেকেরই সন্ধান পাওয়া যায়। তাদের কেউ কর্মস্থলে, কেউ বাড়িতে, আবার কাউকে কারাগারেও পাওয়া যায়।
 
এরপর সোমবার প্রকাশিত র‌্যাবের হালনাগাদ তালিকায় ৬৮ জন নিখোঁজের কথা বলা হয়। নিখোঁজদের তালিকা প্রতিদিনই হালনাগাদ করা হচ্ছে জানিয়ে র‌্যাবপ্রধান বলেন, 'সর্বশেষ ৬৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।'
 
র‌্যাবের ডিজি মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনের গোল চত্বরে 'জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াও' শীর্ষক সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
জঙ্গিবিরোধী প্রচারণার অংশ হিসেবে বেনজীর আহমেদ সকালে গুলশান ২ নম্বর সেকশনে জঙ্গিবাদবিরোধী পোস্টার লাগান। র‌্যাব কর্মকর্তারা জানান, সারাদেশেই এমন পোস্টার লাগানো হবে।
 
পরে র‌্যাব মহাপরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তালিকার কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কি-না সে বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। উপযুক্ত প্রমাণ পেলেই শুধু তাদের জঙ্গি বলা হবে।'
 
জঙ্গি বা সন্দেহভাজনদের ব্যাপারে র‌্যাবকে তথ্য দেওয়ার আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক। কয়েক দিন আগে র‌্যাবকে তথ্য জানানোর সুবিধার্থে 'রিপোর্ট টু র‌্যাব' নামের একটি মোবাইল ফোন অ্যাপ চালু করে সংস্থাটি। একই রকম আরেকটি অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে পুলিশও।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রমুখ।