English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৪:৪৮

আবাসিক এলাকার অনাবাসিক স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

অনলাইন ডেস্ক
আবাসিক এলাকার অনাবাসিক স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

রাজধানীর আবাসিক এলাকাগুলো থেকে অনুমোদনহীন হোটেল, রেস্টুরেন্টসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে উত্তরা ৪ নং সেক্টর থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই ওই এলাকার প্লাটিনাম রেসিডেন্স নামে একটি আবাসিক হোটেলের বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেই সঙ্গে হোটেলে অবস্থানরত অতিথিদের বিকেল ৪টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেম দেওয়া হয়েছে। এছাড়াও একই সময় ওই এলাকার আরো কয়েকটি প্রতিষ্টানের মালামাল বের করে দেওয়া হয়েছে। এর আগে গতকাল রোববার পর্যাপ্ত পুলিশ না পাওয়ায় অভিযান শুরু করতে পারেনি রাজউক। রাজউকের পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল সকাল থেকে গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি আবাসিক এলাকার হোটেল, রেস্টুরেন্ট ও বারসহ অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযানের কথা ছিল।