English Version
আপডেট : ২৩ জুলাই, ২০১৬ ১৯:৫৯

‘বাংলার মাটিতে সন্ত্রাস বিস্তার করতে দিব না’

অনলাইন ডেস্ক
‘বাংলার মাটিতে সন্ত্রাস বিস্তার করতে দিব না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কোনভাবেই বাংলার মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদকে বিস্তার লাভ করতে দেবে না।

শনিবার (২৩ জুলাই) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ‘জনপ্রশাসন পদক ২০১৬’ বিতরণকালে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। খবর বাসসের

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ যে নামে, যে ভাবেই আসুক না কেন, তাদেরকে আমাদের দমন করতেই হবে এবং সেটা আমরা করব।’ প্রধানমন্ত্রী বক্তৃতায় জঙ্গি দমনে তার জিরো টলারেন্সের কথা উল্লেখ করে বলেন, ‘যেকোনভাবেই হোক মানুষের শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করব।’

এ বিষয়টি সবাইকে মাথায় রেখে কাজ করে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি অবশ্যই আমরা তা পারব। তা যে পারি, সেটা বিশ্বকে আমরা দেখিয়েছি।’ প্রধানমন্ত্রী মাত্র ১০ ঘন্টার মধ্যে গুলশানে জঙ্গি হামলার ঘটনার সমাপ্তি টেনে বিদেশি নাগরিকসহ অনেক জিম্মীকে জীবন্ত উদ্ধার করাকে তার সরকারের সাফল্য বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এই পদক বিতরণ করেন।

জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ. এম. আশিকুর রহমান এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক অনুষ্ঠানে বক্তৃতা করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীও অনুষ্ঠানে বক্তৃতা করেন।