English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৬ ২০:৩০

৬ জঙ্গির রক্ত-চুলের নমুনা সিটিটিসির কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক
৬ জঙ্গির রক্ত-চুলের নমুনা সিটিটিসির কাছে হস্তান্তর

গুলশানে নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২০ জুলাই) বিকেলে ৫.৪০ টায় মেডিকেলের ফরেনসিক বিভাগ থেকে চুল ও রক্তের নমুনা হস্তান্তর করা হয়।

সিটিটিসির পক্ষে এ নমুনা গ্রহণ করেন উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম।

এর আগে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে ৪ জনের একটি প্রতিনিধিদল এ নমুনা সংগ্রহ করেন। সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা নিহত ৬ জঙ্গির লাশের চুল ও রক্ত সংগ্রহ করে বুধবার দুপুর সোয়া ১টার দিকে প্রতিনিধিদলটি ঢামেক হাসপাতালে এসে পৌঁছেন।

এ সময় ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা এসব নমুনা প্রসেসিং করে রাখব। আমাদের কাছ থেকে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এগুলো নিয়ে যাবে এবং এফবিআইয়ের কাছে এগুলো হস্তান্তর করবে।