English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ২০:৩২

গুলশান জঙ্গি ইস্যু: আরো ৪ জন শনাক্ত

অনলাইন ডেস্ক
গুলশান জঙ্গি ইস্যু: আরো ৪ জন শনাক্ত
গুলশানে হলি আর্টিজান সেন্টারে জঙ্গি হামলার ঘটনায় জড়িত আরো ৪ সন্দেহভাজনকে শনাক্তের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
 
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে র‍্যাবের ফেইসবুক পেইজে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশ করে এ কথা জানায় র‌্যাব।
 
ভিডিও ফুটেজের ক্যাপশনে লেখা হয়েছে, গুলশানের হামলার সাথে জড়িত সন্দেহভাজন ৪ জনকে নির্ণয়। এদের পরিচয় জানা থাকলে দ্রুত র‍্যাবের যে কোন নিকটস্থ ব্যাটালিয়ন অথবা ক্যাম্পে অবহিত করুন। মোবাইলঃ ০১৭৭৭৭২০০৫০।
 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে, গত ১ জুলাই গুলশান ৭৯ রোডের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ৫ জঙ্গিসহ ২৮ জনের নিহত হয়। এর আগে ৫ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছিল।