English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১২:৪৫

র‌্যাবের ক্যাম্প উড়িয়ে দেয়ার হুমকি

অনলাইন ডেস্ক
র‌্যাবের ক্যাম্প উড়িয়ে দেয়ার হুমকি

নীলফামারীতে র‌্যাবের ক্যাম্প উড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে শরিফুল ইসলাম চৌধুরী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জেলার সৈয়দপুর উপজেলার শহরের পাঁচমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাব- ১৩ রংপুর অঞ্চলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

যুবককে সোমবার আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক শুনানির তারিখ নির্ধারণ করে যুবককে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম চৌধুরীর ছেলে শরীফুল ইসলাম চৌধুরী গত ৫ জুলাই নিজের মোবাইল ফোন থেকে র‌্যাবের নীলফামারী ক্যাম্পের সরকারি নম্বরে হুমকি দিয়ে খুদে বার্তা পাঠায়। তাতে বলা হয়, ‘র‌্যাবের ক্যাম্পসহ র‌্যাব সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেয়া হবে।

পারলে সরকার যেন ঠেকায়।’ ওইদিন সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকায় বিষয়টি জানা যায়নি। ১৫ জুলাই কর্মকর্তা মোবাইল ফোনটি নিয়ে মেসেজ পর্যালোচনা করে হুমকির বিষয়টি জানতে পারেন। এরপর র‌্যাব মোবাইল ট্যাকিং করে হুমকিদাতা যুবককে শনাক্ত করে।