English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৯:৫৭

ঢাকায় শিগগিরই জঙ্গিবাদবিরোধী কনভেনশন : এফবিসিসিআই

অনলাইন ডেস্ক
ঢাকায় শিগগিরই জঙ্গিবাদবিরোধী কনভেনশন : এফবিসিসিআই

ঢাকায় শিগগিরই জঙ্গিবাদবিরোধী কনভেনশন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় এফবিসিসিআই সভাপতি বলেন, সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চায়। মাতলুব বলেন, অতি শিগগিরই ঢাকায় ওই কনভেনশন আয়োজন করতে যাচ্ছেন তারা। তাতে সারাদেশের সব চেম্বার এবং ব্যবসায়ীরা অংশ নেবে। তিনি এফবিসিসিআইর সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন মাতলুব। সারাদেশের বাণিজ্য-বিনিয়োগের উন্নয়নে তার সংগঠনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও জানান। প্রেস সচিব বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বাইরে বেসরকারি খাতের ভূমিকার গুরুত্বের কথা তুলে ধরে রাষ্ট্রপতি কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। এফবিসিসিআই নেতাদের সঙ্গে কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। আবদুল হামিদ নিজের জেলা কিশোরগঞ্জের কালিচাপড়া মিল এলাকায় শিল্প কারখানা স্থাপনে এফবিসিসিআই সভাপতির প্রতি আহ্বান জানান। সাক্ষাতের সময় কিশোরগঞ্জের 'রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ'কে নিজের প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেন এফবিসিসিআই সভাপতি মাতলুব। রাষ্ট্রপতির উপস্থিতিতে তিনি অ্যাম্বুলেন্সের চাবি ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ আনম নওশাদ খানের হাতে হস্তান্তর করেন। অ্যাম্বুলেন্সের জন্য এফবিসিসিআই সভাপতিকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর ফলে হাওর এলাকার দরিদ্র রোগীরা উপকৃত হবে। রাষ্ট্রপতি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোক্তাদের ব্যবসার বদলে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বানও জানান।