English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ২৩:০৭

রোববার ঢাকায় আসছেন নিশা দেশাই

অনলাইন ডেস্ক
রোববার ঢাকায় আসছেন নিশা দেশাই

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রোববার দুই দিনের সফরে ঢাকায় আসছেন।   ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানান, ঢাকায় অবস্থানকালে নিশা দেশাই স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন।   সূত্র জানান, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই গত ১ জুলাই গুলশানে হামলার ঘটনা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি এই হামলার ঘটনা তদন্তে মার্কিন সহায়তার প্রস্তাব দেবেন। এ ছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ কর্মরত মার্কিনিদের নিরাপত্তা নিয়েও কথা বলবেন তিনি।   এর আগে ইউএসএইডের কর্মী জুলহাজ মান্নান হত্যার ঘটনায় গত ৫ মে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই।   প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে রাজধানীর হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।