English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ২৩:০৬

‘হামলা তদন্তে বিদেশি সহায়তা নেওয়া হতে পারে’

অনলাইন ডেস্ক
‘হামলা তদন্তে বিদেশি সহায়তা নেওয়া হতে পারে’

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা তদন্তে প্রয়োজনে বিদেশি রাষ্ট্রের কারিগরি সহায়তা নেওয়া হতে পারে।   শনিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।   তিনি জানান, ঘটনার পর যেসব আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা বিদেশে করা হতে পারে।   গুলশানের ঘটনার তদন্তে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, ইতালি প্রয়োজনে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।   দেশগুলোর আগ্রহের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘তদন্ত করার জন্য বাংলাদেশের চৌকস, প্রতিভাবান পুলিশ কর্মকর্তারা কাজ করছেন। তাদের বিদেশি প্রশিক্ষণ রয়েছে। তারা হাইলি কোয়ালিফাইড।’   তিনি বলেন, ‘কিছু রাসায়নিক পরীক্ষার জন্য, যেমন ল্যাব পরীক্ষা, এই ধরনের টেকনোলজির আমাদের অভাব  রয়েছে। সেই ধরনের পরীক্ষার জন্য কেমিক্যাল এক্সামিনের রিপোর্ট যেখানে ভালো হয় অর্থাৎ সিঙ্গাপুর, ভারত বা ইউএসএ, সেখানে আমরা এরই মধ্যে যোগাযোগ করেছি। অর্থাৎ কারিগরি সহায়তার জন্য আমরা বন্ধু রাষ্ট্রের সহায়তা গ্রহণ করতে পারি।’   গুলশান ও শোলাকিয়ার হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জড়িত বলে উঠে আসছে। এ প্রেক্ষাপটে শিগগিরই দেশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা বলেন ডিএমপি কমিশনার।     তিনি বলেন, ‘কোথায় জঙ্গি কার্যক্রমের প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, মোটিভেশন করা হয় বা শিক্ষার্থীদের কীভাবে ধর্মের খণ্ডিত ব্যাখ্যা দিয়ে, অপব্যাখ্যা দিয়ে তাদের বিপথে পরিচালনা করা হয়, তাও নজরদারিতে রাখা হবে।’