English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ১৭:১১

শুধু জায়নামাজ নিয়েই প্রবেশ ঈদগাহে

অনলাইন ডেস্ক
শুধু জায়নামাজ নিয়েই প্রবেশ ঈদগাহে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্ত্র আনা যাবে না।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কমিশনার বলেন, গুলশানের জঙ্গি হামলা মাথায় রেখে জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তা তদারকিতে পুলিশের কন্ট্রোল রুমও খোলা হয়েছে। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কারো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নেই বলে তিনি দাবিও করেন তিনি।