English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১১:৪০

তিন বাংলাদেশির লাশ পরিবারের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক
তিন বাংলাদেশির লাশ পরিবারের কাছে হস্তান্তর

রাজধানীর গুলশানের আর্টিজান হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত তিন বাংলাদেশির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা জানানোর পর লাশ তিনটি হস্তান্তর করা হয়।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ভূটানে অবস্থানরত রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একে একে শ্রদ্ধা জানান, ভারতের হাইকমিশনার, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ঢাকা সিটির দুই মেয়র, নিহত বাংলাদেশি পরিবারের সদস্যরা, দুই পুলিশ পরিবারের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, ১৪দল, এফবিসিসিআই ও বাংলাদেশ পুলিশ।

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২০ জনকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। এদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক।