English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ১৪:২১

২০ জনের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
২০ জনের মৃতদেহ উদ্ধার

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ জুন) দুপুর দেড়টায় এক প্রেস ব্রিফিং করেন সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

তিনি বলেন, এসময়ে বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন জাপানি এবং শ্রীলঙ্কানে এক নাগরিক। হামলাকারী সাত জঙ্গির মধ্যে ছয়জনই নিহত হয়েছেন। এবং একজনকে জীবিত আটক করা হয়েছে।