English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০১:৫৫

অস্ত্রধারীদের হামলায় ডিবির এসি রবিউল নিহত

অনলাইন ডেস্ক
অস্ত্রধারীদের হামলায় ডিবির এসি রবিউল নিহত

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার ঘটনায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম নিহত হয়েছেন।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ এবং অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। তবে সবাই এখন ঝুকিমুক্ত বলে জানান।

ঘটনাটি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানের ২ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়িতে হলি আর্টিসান রেস্টুরেন্টে গোলাগুলি শুরু হবার পর এখনও রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রেস্টুরেন্টের ভেতরে গোলাগুলির পর ২০ বিদেশি এখনও জিম্মি আছেন বলে জানা যায়। ঘটনাস্থলে বাংলাদেশ নেভির কমান্ড টিম উপস্থিত হয়েছেন।