English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০১:৩২

বিমানবন্দরের নিরাপত্তায় সহায়তা প্রস্তাব যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
বিমানবন্দরের নিরাপত্তায় সহায়তা প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সহায়তা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনেও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী দেশটি। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব দেয় ঢাকায় সফররত মার্কিন কংগ্রেসের মেম্বার অব রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট কমিটি অন ইনটেলিজেন্স প্রতিনিধি দল। বৈঠক শেষে ৫ সদস্যের এ দলের প্রধান ফ্রাঙ্ক লবিয়েন্দো সাংবাদিকদের এসব কথা জানান। ফ্রাঙ্ক লবিয়েন্দো বলেন, ‘সন্ত্রাস দমনে বাংলাদেশ যেভাবে কাজ করছে এতে আমরা সমর্থন করি। বাংলাদেশের সঙ্গে সন্ত্রাস দমনে আমরাও কাজ করতে চাই। একইভাবে বিমানবন্দরের নিরাপত্তায় সিভিল এভিয়েশনকে শক্তিশালী করতেও আমরা সহায়তা করতে চাই।’ এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, মার্কিন প্রতিনিধি দলটি আমাদের সিভিল এভিয়েশনের নিরাপত্তা, কাউন্টার টেরোরিজমসহ আমরা কিভাবে সন্ত্রাস দমন করছি তা জানতে চায়। আমরা তাদের বলেছি, বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এ কথার সঙ্গে তারাও একমত হয়েছেন। বিদেশী অ্যাম্বাসি ও বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর কারণে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া কাউন্টার টেরোরিজম ও সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলের কাছে সহায়তা চাইলে তারা সম্মত হয়েছে।