English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০০:৫০

বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত

অনলাইন ডেস্ক
বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত

গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার ঘটনায় নিহত হয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান জানান, সালাউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১ জুলাই) রাতে রাজধানীর গুলশানের ২ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়িতে হলি আর্টিসান রেস্টুরেন্টে গোলাগুলি শুরু হবার পর থেকে রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রেস্টুরেন্টের ভেতরে গোলাগুলির পর ২০ বিদেশি এখনও জিম্মি আছেন বলে জানা গেছে।