English Version
আপডেট : ১ জুলাই, ২০১৬ ২৩:৫২

ঢাকায় জঙ্গীদের হাতে জিম্মি মানুষ, ব্যাপক গোলাগুলি

অনলাইন ডেস্ক
ঢাকায় জঙ্গীদের হাতে জিম্মি মানুষ, ব্যাপক গোলাগুলি

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের এক রেস্টুরেন্টে সশস্ত্র জঙ্গীরা বেশ কিছু মানুষকে জিম্মি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেখানে পুলিশের সঙ্গে জঙ্গীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। অন্তত তিন জন পুলিশ এ পর্যন্ত গুলিতে আহত হয়েছে। র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ নিশ্চিত করেছে যে সশস্ত্র জঙ্গীরা গুলশানের এক রেস্টুরেন্টে হামলা চালায়। সেখানে থাকা লোকজনকে তারা জিম্মি করে। কিছু কর্মচারী পালিয়ে আসতে সক্ষম হয়। বেনজির আহমেদ জানিয়েছেন, এই মূহুর্তে তাদের লক্ষ্য জঙ্গীদের হাত থেকে সব মানুষকে নিরাপদে উদ্ধার করা। তিনি আরও জানান, তারা জঙ্গীদের সঙ্গে এই লক্ষ্যে যোগাযোগ স্থাপন এবং আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে বিভিন্ন সূত্র থেকে গুলশানে ব্যাপক গোলাগুলি চলছে বলে খবর পাওয়া যাচ্ছিল। গুলশান ৭৯ নম্বর সড়কের কাছেে একটি বাড়ীর কাছে রাত সাড়ে আটটার পর থেকে এই গোলাগুলি শুরু হয়। গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলশানের পুলিশ কর্মকর্তা আশরাফুল করিম জানান, পুলিশ এবং র‍্যাবের প্রায় পাঁচশো সদস্য সেখানে রয়েছেন। গুলশানের একজন বাসিন্দা কাজী মোনায়েম বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাত সাড়ে আটটার পর থেকে তিনি গুলির শব্দ শুনতে পান। সেই সঙ্গে প্রচন্ড বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছিল।