English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ০৪:২৪

ঢাকার দুই সিটিতে ১৬ ইউনিয়ন যুক্ত করে গেজেট

অনলাইন ডেস্ক
ঢাকার দুই সিটিতে ১৬ ইউনিয়ন যুক্ত করে গেজেট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ১৬টি ইউনিয়ন যুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে গত ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সঙ্গে আটটি করে ইউনিয়ন যুক্ত করে মঙ্গলবার এ গেজেট প্রকাশ করা হয়েছে। ইউনিয়ন যুক্ত হওয়ার কারণে ঢাকা মহানগরের আয়তন বেড়ে দ্বিগুণেরও বেশি হল। গেজেটে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে যোগ হওয়া নতুন ইউনিয়নগুলোর মৌজার নাম এবং জেএল নম্বরও উল্লেখ করা হয়েছে। উপজেলার মৌজার পরিচিতিমূলক ক্রমিক নম্বরকে জেএল নম্বর বা জুরিসডিকশন লিস্ট নম্বর বলে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়া আট ইউনিয়ন হচ্ছে―শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মাণ্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ। ঢাকা উত্তরে যুক্ত হওয়া আট ইউনিয়নের মধ্যে রয়েছে―বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় গত ৯ মে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে ১৬ ইউনিয়ন যুক্ত করা-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তখন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, দুই সিটি করপোরেশনের সঙ্গে ইউনিয়নগুলো যুক্ত হওয়ার কারণে ঢাকার আয়তন বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। দুই সিটি করপোরেশনের আয়তন ১২৯ বর্গকিলোমিটারের স্থলে বেড়ে হচ্ছে ২৭০ বর্গকিলোমিটার। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘২০১১ সালের হিসাব অনুযায়ী এ ১৬টি ইউনিয়নের জনসংখ্যা ১০ লাখের মতো। কিন্তু বাস্তবে জনসংখ্যা আরও বেশি হবে।’