English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ২২:৩২

বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে প্রধানমন্ত্রী ইফতার

অনলাইন ডেস্ক
বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে প্রধানমন্ত্রী ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৮ জুন) দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের প্রায় আধাঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

এসময় টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবরও নেন প্রধানমন্ত্রী। আমন্ত্রিত অতিথিরা প্রধানমন্ত্রীর কুশলাদি জানতে চান।

ইফতারের আগে দেশ-জাতি ও মুসলিম বিশ্বের অব্যাহত শান্তি, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা এহছানুল হক।

গণভবনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলকে ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, বুদ্ধিজীবী, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন নেতাদের মিলনমেলা বসেছিল।

ইফতারে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলাম, স্থপতি ড. জামিলুর রেজা চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, চিত্রাভিনেতা রাজ্জাক ও কৃষিবিদ ড. আমিরুল ইসলাম।