English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ১৮:৩৩

এবারেও পিএসসি পরীক্ষা হবে

অনলাইন ডেস্ক
এবারেও পিএসসি পরীক্ষা হবে

পঞ্চম শ্রেণির সমাপনী (পিএসসি) পরীক্ষা বাতিল করে অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা গ্রহণের প্রস্তাব আরো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা।

ফলে আগের মতো এ বছর পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সোমবার (২৭ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে উত্থাপন করতে বলেছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের মতোই পঞ্চম শ্রেণির পিএসসি ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা হবে।’ চলতি বছরও এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান সচিব।