English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৭:০৯

‘এসপির স্ত্রী মিতুকে গুলি করে ওয়াসিম’

অনলাইন ডেস্ক
‘এসপির স্ত্রী মিতুকে গুলি করে ওয়াসিম’

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার বিষয়ে রোববার (২৬জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ওই ঘটনায় সঙ্গে সরাসরি জড়িত এমন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু মানুষকে ধরার প্রক্রিয়া চলছে। তবে তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা সম্ভব নয়।”

আটক ব্যক্তিদের নিয়ে সংবাদকর্মীদের বেশি তথ্য প্রকাশ না করার আহবান জানিয়ে তিনি বলেন, আটককৃতরা আদালতে জবানবন্দী দেন তারাই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। এতে প্রায় ৮ জন অংশ নিয়েছে। তাই এখন অন্যেদের ধরার প্রক্রিয়া চলছে। ঘটনার পুরো তদন্ত সম্পন্ন করার পর দেশের জনগণকে জানানো হবে।  

সিএমপি কমিশনার জানান, আটক দুইজনের মধ্যে একজনের নাম ওয়াসিম। যে মোটর সাইকেলে ছিল এবং মিতুকে গুলি করেছে। অারেকজনের নাম আনোয়ার। সে ঘটনাস্থলে রেকি করার পাশাপাশি ব্যাক-আপ হিসেবে কাজ করেছে।

এই ঘটনায় দুইজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে ইকবাল বাহার বলেন, তথ্যের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য অনেককে ডাকা হয়েছে তবে সেসব গ্রেপ্তার নয়।  পুরোপুরি তদন্ত শেষে আদালতে সোপর্দ করার পরই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলবেন জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “এটা নিশ্চিত যে ঘটনাটা টার্গেট কিলিং। তবে কারা এটা ঘটিয়েছে তা তদন্ত শেষে জানানো হবে।”