English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৬:৪৯

মেট্রোরেল নির্মাণ কাজ শুরু

অনলাইন ডেস্ক
মেট্রোরেল নির্মাণ কাজ শুরু

রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজটমুক্তর লক্ষে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগের প্রতিটি ক্ষেত্রেই আমরা ব্যাপক উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছি। আমরা চাইছি, নতুন একটি এয়ারপোর্ট করতে, যেটা আন্তর্জাতিক এয়ার রুটের সঙ্গে সংযোগ থাকবে। কাজেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ হবে, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতুবন্ধ রচনার জায়গা।

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে এমআরটি-৬ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে জাইকা ১৬ হাজার ৫০০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার অবশিষ্ট অর্থ দিচ্ছে। দ্রুতগতির মেট্রোরেল উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাতায়াত করবে। প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে থেমে প্রতি ঘণ্টায় এটি ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

এই ২০.১ কিলোমিটার এমআরটি লাইন-৬ উত্তরা তৃতীয় পর্যায় থেকে পল্লবী, রোকেয়া সরণির পশ্চিম পাশ ও ফার্মগেট, সোনারগাঁও হোটেল, রূপসী বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড ও বাংলাদেশ ব্যাংক পর্যন্ত চলাচল করবে।

এই যাত্রাপথে ১৬টি স্টেশন থাকবে—উত্তরা নর্থ, সেন্ট্রাল ও সাউথ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও হোটেল, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক।