English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১২:৫৫

১৫ লাখ বাংলাদেশির দাস জীবন

অনলাইন ডেস্ক
১৫ লাখ বাংলাদেশির  দাস জীবন

বিশ্বে ৪ কোটি ৫৮ লাখ মানুষ এখনো দাসের মতো জীবন যাপনে বাধ্য হচ্ছেন। যাদের মধ্যে ১৫ লাখের বেশি বাংলাদেশি রয়েছেন বলে সাম্প্রতিক এক আন্তর্জাতিক সমীক্ষায় জানা গেছে।

অস্ট্রেলিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশন ১৬৭ দেশে সমীক্ষা চালিয়ে যে গ্লোবাল স্লেভারি ইনডেক্স ২০১৬ প্রকাশ করেছে তাতে এ ধরনের দুর্দশায় পড়া মানুষের সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ।

যারা কারখানা, খনি বা খামারে নামমাত্র মজুরিতে দাসের মতো শ্রম দিতে বাধ্য হচ্ছেন, দালালের খপ্পরে পড়ে বাধ্য হচ্ছেন যৌনকর্মীর জীবন যাপনে, এ যুগেও যাদের ঋণ শুধতে না পেরে কাটাতে হচ্ছে গোলামের জীবন।

বাবা-মায়ের ঋণের দায় মাথায় নিয়ে যাদের জন্ম হচ্ছে কৃতদাসের মতো- তাদের সংখ্যা ধরেই এ সূচক তৈরির কথা জানিয়েছে ওয়াক ফ্রি ফাউন্ডেশন।

গ্লোবাল স্লেভারি ইনডেক্স বলছে, বিশ্বজুড়ে যে ৪ কোটি ৫৮ লাখ মানুষ এভাবে ‘আধুনিক দাসের’ জীবন কাটাচ্ছে, তাদের ৫৮ শতাংশই ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তান- এই পাঁচ দেশের বাসিন্দা। খবর- ভয়েস অফ আমেরিকা