English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১১:০৯

লিফট ভেঙ্গে ২ প্রতিমন্ত্রীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
লিফট ভেঙ্গে ২ প্রতিমন্ত্রীকে উদ্ধার

বেসরকারি টেলিভিশন একুশে টিভিতে 'একুশের রাত' অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় একুশের ভবনের লিফটে আটকে পড়েন দুই প্রতিমন্ত্রী। এরা হলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসয়য়ে আরো ৭ জন অাটকে পড়েন একই লিফটে। পরে তাদের ৯ জনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কারওয়ান বাজারে একুশে টিভির ভবনে লিফট থেকে নিরাপদ অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার জানান, 'একুশের রাত' অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। ফেরার সময় ভবনের সাত তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট বিকল হয়ে আটকে যায়। এতে দুই প্রতিমন্ত্রী ও তাদের সাত সহকর্মী লিফটে আটকা পড়েন।

খবর পেয়ে রাত ১.১০টায় ফায়ার সার্ভিসের তিনটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পোঁছে। পরে লিফটের দরজা ভেঙ্গে নিরাপদ অবস্থায় তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ম্যাগনেটিভ ফল্টের কারণে গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটি বিকল হয়ে যাওয়ায় তারা প্রায় আধা ঘণ্টা আটকা পড়ে ছিলেন বলে জানান তিনি।