English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৬:৩০

পুলিশ কাজ আসামিদের ধরে আইনের হাতে সোপর্দ করা

অনলাইন ডেস্ক
পুলিশ কাজ আসামিদের ধরে আইনের হাতে সোপর্দ করা

পুলিশ কখনো ক্রসফায়ার করে না, তাদের কাজ হচ্ছে আসামিদের ধরে আইনের হাতে সোপর্দ করা বলে মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কমিশনার বলেন, পুলিশ তথা আইন-শৃঙ্খলা বাহিনী এই সময় যাতে ছিনতাই রোধ এবং পেশাদার চাঁদাবাজরা যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য কাজ করে আসছে। তারপরও কিছু কিছু জায়গায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। অথচ পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে সার্বক্ষণিক কাজ করছে।

এ কাজ করতে গিয়ে আইনি কাঠামোর মধ্যে পুলিশ প্রয়োজনে গুলি করবে। সেক্ষেত্রে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পরে আছাদুজ্জামান মিয়া গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে পরিবহন সংশিষ্ট এবং স্ট্যান্ডের লোকজনের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে অপরাধ রোধে পুলিশ সার্বক্ষণিক আছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল। এসময়ে উপস্থিত ছিলেন পুলিশের যুগ্ম কমিশনার ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোসলেক আহমেদ ও যুগ্ম কমিশনার (ট্রাফিক) মফিজউদ্দিন প্রমুখ।