English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৪:১৮

একাদশে ভর্তির মেধা তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
একাদশে ভর্তির মেধা তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

ফলাফল পেতে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী জানান, এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থী ছিল ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ এক হাজার ৯৯ জন। উত্তীর্ণ হয়েও আবেদন করেনি এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী। এবার মোট ভর্তিযোগ্য কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নয় হাজার ৮৫ টি। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদন করেনি। এর মধ্যে ৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি মাদ্রাসা ও দুটি কলেজ রয়েছে। এবারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট আসন আছে ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি। ভর্তি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে। এসএমএসে একটি গোপন নম্বর দেওয়া হবে, যা ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে। এছাড়া শিক্ষর্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ওয়েবসাইেও (www.xiclassadmission.gov.bd) ভর্তির ফল পওয়া যাবে। অনলাইনে ও মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে গত ২৬ মে থেকে ১০ জুন সকাল ১০টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। এবার কলেজগুলোতে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করে।